আসন্ন নির্বাচনে আবারো জয়ী হওয়ার আশ্বাস দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন 

Share This Post:

গত শনিবার রাষ্ট্রপতি জো বাইডেন ডেমোক্র্যাটিক দাতাদের আশ্বস্ত করে বলেন, প্রথম বিতর্কে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার  পারফরম্যান্স হতাশাজনক হলেও আসন্ন নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী রয়েছেন। শনিবার নিউইয়র্ক এবং নিউ জার্সিতে অনুষ্ঠিত বেশ কয়েকটি প্রচারণার তহবিল সংগ্রহের সময় জো বাইডেন এই বার্তা দেন।

কি ঘটেছিলো সেদিন এর বিতর্কে 

শনিবার সিএনএন স্টুডিওতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রাত্তন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। সেখানেই মুখোমুখি বিতর্ক করেন দুই জন।  তবে বিতর্কে জো বাইডেন তেমন একটা সুবিধা না করতে পারলেও তিনি তার দল কে মনে করিয়ে দেন যে, গতবারও ট্রাম্প বিতর্কে জয় লাভ করেছিল কিন্তু তা সত্ত্বেও তিনি নির্বাচনে জয় লাভ করতে পারেন নি।   

বিতর্কের ফলআউট

এদিকে বৃহস্পতিবার রাতে জো বাইডেনকে শনিবার এর বিতর্ক সম্পর্কে জিজ্ঞেস করা হলে তাকে বারবার বিড়ম্বনায় পড়তে দেখা যায়। সেদিন দেখা যায়  কথা বলতে গিয়ে বার বার দ্বিধার মধ্যে পরে যাচ্ছেন জো বাইডেন। 

তাই প্রেসিডেন্ট জো বাইডেন এর বয়স বেড়ে যাওয়া এবং এই কারণে তার মানসিক তীক্ষ্ণতা কমে যাওয়া নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ বেড়ে চলছে। এমনকি প্রেসিডেন্ট জো বাইডেনকে এই সময়ে দলের প্রার্থী করা উচিত হবে কিনা সেই বিষয়ও চলছে আলোচনা। জো বাইডেন যদি প্রার্থী হওয়ার যোগ্যতা হারায় তবে তার  বিকল্পের সন্ধান করা উচিত বলে মনে করছেন অনেকেই।

জো বাইডেন এর  প্রতিক্রিয়া

তবে এসব বিষয় নিয়ে একদমই মাথা ঘামাচ্ছে না জো বাইডেন। নির্বাচন এর আগে কিছুটা বিপত্তি থাকলেও তিনি তার প্রচেষ্টা আরো জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও তিনি আসন্ন  নির্বাচনী দৌড়ে এগিয়ে যাওয়ার জন্য তার দৃঢ় প্রত্যয়ও ব্যাক্ত করেছেন।

@k@hUnter
@k@hUnter

"Reading is to the mind what exercise is to the body."
- by Joseph Addison 🧑‍🎓