মর্মান্তিক বিমান দুর্ঘটনা মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা এবং নয়জন নিহত হয়েছে

Share This Post:

মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা বিমান দুর্ঘটনায় আরো নয়জন আরোহীসহ মারা গেছেন। টাইমস নাউ-এর প্রতিবেদন অনুযায়ী, ১১ জুন মঙ্গলবার সরকার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে চিলিমাকে বহনকারী বিমানটি নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির কার্যালয় এবং মন্ত্রিপরিষদ সাধারণ জনগণকে জানাতে চাই যে সোমবার, ১০ জুন নিখোঁজ হওয়া মালাউই প্রতিরক্ষা বাহিনীর বিমানের উদ্ধার অভিযান শেষ হয়েছে। আজ সকালে দশ জন বিমানে থাকা ভাইস প্রেসিডেন্ট সাওলোস ক্লাউস চিলিমা সহ চিকানগাওয়াতে পাওয়া গেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ভাগ্যবশত বিমানটিতে থাকা সকলেই নিহত হয়েছেন। বিমানটি রাডারের বাইরে চলে যাওয়ার সাথে সাথে মালাউই প্রতিরক্ষা বাহিনী, পুলিশ সার্ভিস এবং সিভিল এভিয়েশন বিভাগ সহ বিভিন্ন সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট ডক্টর ল্যাজারাস ম্যাককার্থি চাকভেরাকে বিধ্বস্তের কথা জানানো হয়েছে। তিনি দুর্ঘটনায় নিহত ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উপরাষ্ট্রপতির মৃত্যুতে দেশটিতে শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি চাকভেরা মঙ্গলবার থেকে শেষকৃত্যের দিন পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী বিমানটি সোমবার রাজধানী লিলংওয়ে থেকে মুজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। বিমানটি রাডারের বাইরে চলে যায় এবং গন্তব্যে পৌঁছানোর আগেই বিমান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ভাইস প্রেসিডেন্ট ছাড়াও আরো নয়জন যাত্রী ছিলেন।

S.A.M.U.R.A.I
S.A.M.U.R.A.I

"The world is a book, and those who do not travel read only a page."
- by Saint Augustine 🥷