ফিলিস্তিনকে যুদ্ধ বিরতির প্রস্তাব মেনে নেয়ার সুপারিশ বাইডেনের  

Share This Post:

প্রেসিডেন্ট বাইডেন চান ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধ বন্ধের প্রস্তাব গ্রহণ করুক।তিনি মনে করেন এখনই যুদ্ধ বন্ধের প্রস্তাব গ্রহণ করার উপযুক্ত সময়। 

প্রেসিডেন্ট বাইডেন আরো বলেন, হামাসের এখন উচিৎ গাজায় চলমান যুদ্ধ বন্ধে ইসরায়েলের এই উদ্যেগ এর সাথে সম্মত হওয়া। 

প্রেসিডেন্ট বাইডেন ৩১ মে শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে একটি প্রেস ব্রিফিং এর সময় এ কথা বলেন।

বাইডেন আরো বলেন, এই যুদ্ধ বিরতি প্রস্তাব এ তিনটি দাবি আছে এবং দাবিগুলো হামাস মেনে নিলে গাজায় যুদ্ধ সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। তাই এখন সময় এসেছে সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেয়ার।

এদিকে যুদ্ধ বন্ধের জন্য তার ৩ টি দাবির কথা জানানো হয়েছে।  প্রথমত, ইসরাইল – ফিলিস্তিন দুই দেশকেই লড়াই থেকে ছয় সপ্তাহের বিরত থাকতে হবে। এই ছয় সপ্তাহ  ইসরায়েলের সেনাবাহিনী গাজার জনবহুল এলাকা ছেড়ে চলে যেতে হবে। এছাড়াও গাজার মানুষের জন্য সাহায্যের পরিমান বৃদ্ধি করতে হবে, এবং ইসরাইল ফিলিস্তিনের সাথে বন্দী বিনিময় করতে হবে। 

তবে বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ বিরতি পরিকল্পনাটি ইসরাইল – ফিলিস্তিন যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিয়ে আসতে পারে  এবং গাজাবাসীরা এই বিরতিতে গাজা পুনর্নির্মাণ করার কাজে ব্যাস্ত হবেন বলেও মনে করছেন তারা।

@k@hUnter
@k@hUnter

"Reading is to the mind what exercise is to the body."
- by Joseph Addison 🧑‍🎓