বিনামূল্যে বিক্রয় পরবর্তী সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলো ওয়ানপ্লাস

Share This Post:

বাংলাদেশে বিনামূল্যে স্মার্টফোন এর ভার্টিকেল লাইন বা  ‘গ্রিন লাইন’  সমস্যার সমাধান করার ঘোষণা দিলো ওয়ানপ্লাস। 

বর্তমানে এমোলেড স্ক্রীনযুক্ত অনেক স্মার্টফোনের ডিসপ্লে সমস্যা আছে, তবে এ সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ওয়ানপ্লাস ফোনগুলোতে ।

কিন্তু এখন, বাংলাদেশে ওয়ানপ্লাস গ্লোবাল সংস্করণ স্মার্টফোনের গ্রাহকদের  এই ভার্টিকেল  লাইন বা সবুজ লাইন সমস্যার সমাধান  বিনামূল্যে করে দিবে বলে জানিয়েছে। 

মঙ্গলবার (১৪ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ানপ্লাস আফটার সেলস সার্ভিস ডিরেক্টর মোঃ রুবায়েত ফেরদৌস চৌধুরী বিনামূল্যে সমস্যাটির সমাধান করে দেয়ার কথা শেয়ার করেছেন।

 তিনি আরো বলেন “আমরা জানি যে বিক্রয় পরবর্তী সেবার গুরুত্ব অনেক বেশি। “সেই লক্ষ্যেই  দেশের সমস্ত ওয়ানপ্লাস ব্যবহারকারীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে, আমরা আমাদের গ্লোবাল সংস্করণ স্মার্টফোনের ডিসপ্লেতে ভার্টিকেল লাইন এর  সমস্যাটির  বিনামূল্যে সমাধান করব।”

তিনি আরও উল্লেখ করেছেন এখন থেকে সমস্ত ওয়ানপ্লাস ফোন এবং ব্যাটারিতে ১২ মাসের ওয়ারেন্টি থাকবে।

এছাড়াও বিক্রয় পরবর্তী সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বর্তমানে বাংলাদেশের ৩৫ টি স্থানে ২২ টি সার্ভিস সেন্টার এবং ১৩ টি সার্ভিস পয়েন্ট দিয়েছে ওয়ানপ্লাস।

ওয়ানপ্লাস বাংলাদেশে যাত্রা শুরু করেছে নোর্ড এন ৩০  মডেলের সাথে, যা বাংলাদেশেই  তৈরি। এটির দাম মাত্র ১৬  হাজার টাকা এবং এটি ৪ জিবি র‍্যাম এবং ১২৮  জিবি রমের সাথে আসবে বলে ঘোষণা দিয়েছে ওয়ানপ্লাস। 

এছাড়াও নোর্ড এন ৩০ ফোনটিতে থাকছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর, একটি ৫০০০ এমএ এইচ  ব্যাটারি এবং ৩৩ ওয়াট  সুপারসনিক ফ্ল্যাশ চার্জিং ব্যবস্থা।ফোনটি ২২ শে মে থেকে বাংলাদেশে পাওয়া যাবে।

@k@hUnter
@k@hUnter

"Reading is to the mind what exercise is to the body."
- by Joseph Addison 🧑‍🎓