রিয়াল মাদ্রিদ নিয়ে মাথা ঘামাচ্ছেন না বলে সাফ জানিয়ে দিলেন ডর্টমুন্ডের কোচ টেরজিক

Share This Post:

রিয়াল মাদ্রিদ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছে যেখানে লেখা আছে ‘’আ পোর লা ১৫’ যার অর্থ স্প্যানিশ ভাষায় ‘১৫ এর জন্য’। 

এই ‘ফর’ বা ‘জন্য’ শব্দের মধ্যেই লুকিয়ে আছে রিয়ালের আজকের আসল লক্ষ্য। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আজ রাতে যদি রিয়াল বরুসিয়া ডর্টমুন্ডকে হারায়, তাহলে রিয়াল মাদ্রিদ ১৫ বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার রেকর্ড গড়বে। 

ঠিক এই কারণে আজ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ইতিহাসের সেরা এই ক্লাবটি অপেক্ষা করছে তার সর্বোচ্চ পারফরমেন্স দিতে ।

সেই লক্ষ্যেই ‘লস ব্লাঙ্কোস’-এর পোস্ট করা ছবি ও ভিডিওতে ‘আ পোর লা ১৫’ লেখা রয়েছে বলে মনে করছেন অনেকেই। 

তবে সব হিসেবে নিকেশে রিয়াল যে এগিয়ে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। শেষ 8 ফাইনাল ম্যাচে রিয়াল এর জয় যেন সেই বার্তাই দিচ্ছে। 

এদিকে  শিরোপা লড়াইয়ের আগে ডর্টমুন্ডের কোচ এডিন টেরজিক তার দল নিয়ে বেশ আশাবাদী। 

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদের হাতে ট্রফি তুলে দিতে লন্ডনে আসেনি। রিয়াল ফেভারিট হলে তার পরোয়া করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন কোচ। 

টেরজিক আরো বলেন “‘আমরা আজ সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। আমরা যদি রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১০টি ম্যাচ খেলতাম, তাহলে ওদের সঙ্গে পেরে ওঠা আমাদের জন্য  খুবই  কঠিন হতো। যদি আমরা ৩৪টি ম্যাচ খেলতাম, তবে জয় পাওয়া হয়ে যেত অসম্ভব। 

কিন্তু প্রতিদ্বন্দ্বিতা যদি হয় এক ম্যাচের এবং তাও আবার ফাইনাল, তাহলে সবকিছুই সম্ভব। এটা পরিষ্কার যে ডর্টমুন্ড আজ ফেবারিট হিসেবে মাঠে নামছে না। কিন্তু তা সত্ত্বেও আমরা রিয়াল কে  পরোয়া করি না। আতলেতিকো ও পিএসজির বিপক্ষেও আমরা ফেবারিট ছিলাম না।’

প্রসঙ্গত, ডর্টমুন্ড এই মৌসুমে একটি  শিরোপাও  জিততে পারেনি। তারা জার্মান বুন্দেসলিগায় পঞ্চম স্থান পায় এবং জার্মান কাপে শেষ ষোলো থেকে ছিটকে বাহির হয়ে যায়। 

অনেকের সন্দেহ ছিল ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগে আদৌ টিকতে পারবে তো? তবে সমস্ত জল্পনা কল্পনা উপরে ফেলে ডর্টমুন্ড ফাইনালে পৌঁছে যাওয়ায় টেরজিকের কৌশলগত প্রতিভা তার বিপক্ষ শক্তিদের ভুল প্রমাণ করে।

১০ বছর আগে, ওয়েম্বলি স্টেডিয়ামে, ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল। সেই সময় কোচ ছিলেন জার্গেন ক্লপ। 

এবার টেরজিকের ডর্টমুন্ডের মুখোমুখি হচ্ছেন আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। এদিকে আবার টেরজিকের ‘রোল মডেল’ হলেন আনচেলত্তি।

এক প্রেস ব্রিফিং এ ৪ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আনচেলত্তিকে ডর্টমুন্ড আজ হারাতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে টেরজিক জানান: “আমরা শুধু ফাইনাল খেলছিই না, আমরা আজ ফাইনাল জিততে যাচ্ছি ‘’। এটাই আমাদের স্পষ্ট লক্ষ্য। বলে ও উল্লেখ করেন তিনি। “

@k@hUnter
@k@hUnter

"Reading is to the mind what exercise is to the body."
- by Joseph Addison 🧑‍🎓