বার্সেলোনার নতুন কোচ হতে যাচ্ছেন ”হ্যান্সি ফ্লিক”। অনেকদিন যাবৎ এই কথাটি শোনা গেলেও বর্তমানে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা।
আজ বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, হ্যান্সি ফ্লিক হতে যাচ্ছেন বার্সার নতুন কোচ। জাভি হার্নান্দেজকে বহিষ্কার করার পর এই ঘোষণা দেয় বার্সা।
হ্যান্সি ফ্লিকের ৫৯ বছর। তিনি এসেছেন জার্মানি থেকে। ফ্লিক বার্সার হয়ে দায়িত্ব পালন করবে আগামী দুই বছর।
বার্সেলোনায় যোগদান করার আগে ফ্লিক জার্মান জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন । দল ভালো করতে না পারায় গত সেপ্টেম্বর তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়। এরপর আর কোনো দলের কোচিং করাতে দেখা যায়নি তাকে।
তবে গত জানুয়ারির শেষের দিকে জাভি বার্সেলোনার কোচের পদ থেকে পদত্যাগ করার পরপরই ফ্লিকের নাম চারদিকে শোনা যাচ্ছিলো। জাভি যদিও বার্সার কোচ হয়ে থাকতে চেয়েছিলেন তবে গত সপ্তাহে তাকে ছেড়ে দেওয়া হয়।
বর্তমানে ফ্লিক বার্সেলোনার সাথে ২০২৬ সালের জুন পর্যন্ত একটি চুক্তিবদ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের সভাপতি জুয়ান লাপোর্তা। ১৯৯৬ সালে এফসি ভিক্টোরিয়া ব্যামেন্টালের সাথে ফ্লিকের কোচিং ক্যারিয়ার শুরু হয়।
পরে, তিনি হফেনহেইম, সালজবুর্গ ও জার্মানী জাতীয় দলের হয়ে কাজ করেন। ২০১৯ সালে, তিনি সহকারী কোচ হিসেবে যোগদানের মাত্র এক মাস পর বায়ার্ন মিউনিখের অস্থায়ী কোচ হিসাবে নিযুক্ত হয়েছিলেন।
এই বছরে, বায়ার্ন মিউনিখ তিনটি চ্যাম্পিয়নশিপ জিতেছিল, এর মধ্যে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে বার্সেলোনাকে ৮-২ গোলে হারিয়েছিল।
সে বছর বায়ার্নে ফ্লিকের সাফল্য তাকে উয়েফা বর্ষসেরা কোচের পুরস্কার জিতিয়েছিল।এবং তারপরে তিনি জার্মান জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেন।
ফ্লিক যদিও ক্লাবের কোচ হিসেবে ভালো করেছিলেন, তবে জাতীয় দলের সাথে তার সাফল্য তেমন একটা নেই বললেই চলে। জার্মানি তার নেতৃত্বে ১৭ ম্যাচের মধ্যে মাত্র ৪ টি জিতেছিল এবং তারা ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেও বাদ পড়ে গিয়েছিলো। পরবর্তীতে গত সেপ্টেম্বরে জার্মান ফুটবল ফেডারেশন থেকে তাকে বহিস্কার করা হয়।