এবারের ঈদে মুক্তি পাচ্ছে না ‘জংলি’ সিনেমা 

Share This Post:

ঈদে কোনো ছবি মুক্তি দেয়ার চেষ্টা যুদ্ধক্ষেত্রে নামার মতোই কঠিন একটি বিষয়। “জঙ্গল” ছবিটি মুক্তির জন্যও প্রোডিউসাররা এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন। তবে সম্প্রতি “জঙ্গল” ছবিটিকে  মুক্তি দেয়া হচ্ছে না বলে  ঘোষণা দেয়া হয়েছে। 

অভিনেতা সিয়ামের ‘তামিল’ লুক প্রকাশ নিয়ে সমালোচনার ঝড় সৃষ্টি হওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। “জঙ্গল” ছবিটির শুটিং এবং সম্পাদনার কাজ চলছিল খুবই  দ্রুত গতিতে, কিন্তু তা  সত্ত্বেও, দলটি হঠাৎ তাদের কাজ বন্ধ ঘোষণা করে। 

প্রযোজক এম রহিম প্রত্যাহারের কারণ হিসেবে সময়ের অভাবকে দায়ী করেছেন। একটানা শুটিং, ভারতে পোস্ট প্রোডাকশনের কাজ, ঢাকায় ডাবিং নিয়ে দলকে ব্যস্ত রাখা থেকে শুরু করে সবকিছুই মোটামোটি ভালোই আগাচ্ছিলো।

তবে আউটডোর শ্যুট এবং ঘূর্ণিঝড়ের প্রভাবের সময় ত্রু মেম্বারদের অসুস্থতা শুটিং এর কার্যক্রমকে ব্যাহত করে।

তবে ভক্তরা বলছেন এবারের ঈদে ‘’তুফান’’ সিনেমার  দাপটের কারণে সরে দাঁড়াতে চাচ্ছে ‘জংলি’ সিনেমা।

তবে এ বিষয়ে প্রোডিউসারের মতামত জানতে চাইলে তিনি বলেন “তুফান’ আর ‘জংলি’ সম্পূর্ণ ভিন্নধর্মী দুটি সিনেমা। আমরা শুটিং শুরু করার পূর্বেই ‘তুফান’ মুভি সম্পর্কে অবগত ছিলাম।

আমাদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট এর কোনো ঘাটতি নেই, ঘুরেফিরে তো আমরা একই সাথে কাজ করি। ‘তুফান সিনেমাকে আমরা কখনোই আমাদের প্রতিপক্ষ মনে করি না।

ঢালিউড ইন্ডাস্ট্রির স্বার্থে দুটি ছবিই ভালো ব্যবসা করুক এটাই আমার প্রত্যাশা। তাহলেই কেবল আমাদের সকলের ইন্ডাস্ট্রি গ্রো করবে। আমাদের মার্কেট আরো সম্প্রসারিত হবে।”

@k@hUnter
@k@hUnter

"Reading is to the mind what exercise is to the body."
- by Joseph Addison 🧑‍🎓