মাদক অভিযানে গ্রেফতার
বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শহর জুড়ে অভিযান পরিচালনা
২ জুলাই মঙ্গলবার সকাল ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার করা হয়। শহরের বিভিন্ন থানা এলাকায় পুলিশ অভিযান চালায়।
মাদক জব্দ
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৯৪৩ পিস ইয়াবা (এক ধরনের মেথামফেটামিন), ২ গ্রাম হেরোইন এবং ১.৭ কেজি গাঁজা।
আইনগত ব্যবস্থা
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ।