ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার ২৬ মে সকাল থেকে আজ সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ আটক করেছে পুলিশ।
এই অভিযানে তাদের কাছে ৭২০ পিস ইয়াবা, ৪৭৮ গ্রাম হেরোইন, ৮৭ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৫৯ বোতল ফেনসিডিল, ২৮ বোতল দেশি মদ ও ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ২৬টি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত করা হয়েছে।