চট্টগ্রামে সাইবার আইন ও মানহানি মামলায় সি প্লাস টিভি ও প্রতিবেদকসহ ৬ জন গ্রেফতার

Share This Post:

চট্টগ্রামের অনলাইন টিভি চ্যানেল ‘সি প্লাস টিভি’ ও এর এক প্রতিবেদকসহ ছয়জনের উপর সাইবার আইনের মামলার অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টালীতে বসবাসকারী উত্তম কুমার দাস বাদী হয়ে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেন।

মামলার শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইকে) চট্টগ্রাম মেট্রো শাখাকে তদন্তের নির্দেশ দেন। বাদীর আইনজীবী স্বরূপ কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাকি আসামিরা হলেন সেলিম মিয়া (৪০), জয় দাশ (২৭), আকিজুল হক আকিজ (৩০), পারভেজ মোশাররফ (২০) এবং সি প্লাস টিভির সাংবাদিক হিসেবে কর্মরত ইফতেখার নূর তিশান (৩০)।  সি প্লাস টিভির ফেসবুক ও ইউটিউব পেজও মামলার অংশ।

মামলার এজাহারে বলা হয়, উত্তম কুমার এলাকার একটি পরিচিত পরিবারের সন্তান এবং সামাজিক কাজে সক্রিয়। উত্তমের কাছ থেকে জমি কিনতে চান ব্রোকার সেলিম মিয়া।

 রাজি না হলে উত্তমকে হয়রানি শুরু করে সেলিম মিয়া। পরবর্তীতে সি প্লাস টিভি ১৬ মে উত্তমের পরিচয় ও পরিবার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অভিযুক্ত করে মিথ্যা সংবাদ প্রচার করে সেলিম মিয়া।

বাদীর আইনজীবী স্বরূপ কান্তি নাথ ব্যাখ্যা করেন যে, মিথ্যা তথ্য ছড়ানো ও মানহানি সংক্রান্ত সাইবার আইনের ২৫, ২৬, ২৯, ৩১, এবং ৩৩ ধারার ভিত্তিতে আদালত মামলাটি গ্রহণ করেছে।

পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, কিশোরগঞ্জের একটি হত্যা মামলার অন্যতম আসামি হচ্ছেন সেলিম মিয়া। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে জুলাইয়ে।

S.A.M.U.R.A.I
S.A.M.U.R.A.I

"The world is a book, and those who do not travel read only a page."
- by Saint Augustine 🥷