আরসার ৪ সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন রোহিঙ্গা ক্যাম্পে

Share This Post:

রবিবার, ১৯ মে, সকাল ৩;০০ থেকে ৬:০০ টা পর্যন্ত, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এস -১/বি -৭ ব্লকের কাঁটাতারের বাউন্ডারির বাইরে গণিয়াম বাগানে অভিযান চালিয়ে ৮০ জনকে গ্রেপ্তার করে উখিয়া উপজেলার ২০ নং রোহিঙ্গা ক্যাম্পে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪তম আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন  ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৮১ ব্লকের দ্বীন মোহাম্মদের ছেলে আমির হোসেন (২৯), একই ক্যাম্পের এইচ-১০০ ব্লকের ফজল করিমের ছেলে জিয়াউর রহমান (৩২), ৪ নং রোহিঙ্গা ক্যাম্পের  সি-৪ ব্লকের আব্দুস সালামের ছেলে  সৈয়দুল আমিন (৩০)।  ৭ নং নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের বাদশা মিয়ার ছেলে হারুন (২২)।

এপিবিএন উপ-অধিনায়ক আরেফিন জুয়েলের মতে, এই ব্যক্তিরা মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সদস্য এবং একাধিক মামলার আসামি।

তিনি বলেন যে সশস্ত্র ব্যক্তিরা অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে জড়ো হচ্ছে এমন তথ্য পেয়ে রবিবার ভোরে এপিবিএনের বেশ কয়েকটি দল ক্যাম্পে অভিযান চালায়। পুলিশ এলে সন্দেহভাজনরা তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। মতবিনিময়কালে পালানোর চেষ্টাকালে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ চারটি হাতবোমা, সাতটি দেশীয় তৈরি বন্দুক, চার্জারসহ দুটি ওয়াকি-টকি, নয়টি গুলি, হ্যান্ড গ্রেনেডে ব্যবহৃত দুটি লোহার বলের প্যাকেট, দুটি বড় ছুরি এবং কয়েকটি হেলমেট উদ্ধার করে আরসা সন্ত্রাসীদের আস্তানায়।

ডেপুটি কমান্ডার জুয়েল জানান, গ্রেফতারকৃতরা সবাই আরসার সদস্য এবং তাদের বিরুদ্ধে খুন, অপহরণ, অস্ত্র রাখা, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল আরো জানান , অভিযানের বিষয়ে বিকালে ১৪ এপিবিএন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

S.A.M.U.R.A.I
S.A.M.U.R.A.I

"The world is a book, and those who do not travel read only a page."
- by Saint Augustine 🥷