জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) ২ সদস্য গ্রেপ্তার

Share This Post:

অনলাইনে জঙ্গি অপপ্রচার ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার থেকে সোমবার পর্যন্ত অভিযান চালিয়ে চট্টগ্রামে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নাম হলো আব্দুল মাবুদ ও মোহাম্মদ লুকমান।

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, ১১ মে চট্টগ্রামের হাটহাজারী থানার পূর্ব মেখল এলাকায় এটিইউর একটি দল সক্রিয় এবিটি সদস্য আব্দুল মাবুদকে গ্রেপ্তার করে।

তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকা থেকে মোহাম্মদ লুকমান নামে আরেক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে তারা। তাদের কাছ থেকে উগ্রবাদী বই, চারটি মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে।

এটিইউর পুলিশ সুপার আরও বলেছেন যে গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এবিটির জঙ্গি কার্যকলাপ প্রচারের জন্য একসাথে কাজ করছিল। তারা তথাকথিত খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা এবং অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে জঙ্গিবাদের অপপ্রচার চালাতে নানা কর্মকাণ্ডে জড়িত ছিল।

আফগানিস্তান ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোর সমমনা ব্যক্তিদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ করত। তারা এবং তাদের সহযোগীদের লক্ষ্য ছিল উগ্রবাদী ধারণা ছড়িয়ে দিয়ে এবং জনসাধারণের মধ্যে ভীতি সৃষ্টি করে দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করা।

তারা নাশকতার পরিকল্পনা, প্রশিক্ষণ এবং প্রস্তুতি অব্যাহত রাখে। উপরন্তু তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উগ্রবাদী বিষয়বস্তু পোস্ট করে এবং আগ্রহী দলগুলোর সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখে এবং তাদেরকে উগ্রবাদী কার্যকলাপে যোগ দিতে উৎসাহিত করেতেন। তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।

S.A.M.U.R.A.I
S.A.M.U.R.A.I

"The world is a book, and those who do not travel read only a page."
- by Saint Augustine 🥷