রাজধানীতে একজন  চলচ্চিত্র পরিচালকসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার

Share This Post:

রাজধানীতে চলচ্চিত্র পরিচালকসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে পরিচালক এম এ আউয়ালকে মগবাজার দিলু রোডের নিজ বাড়িতে পাওয়া যায়।

এছাড়াও বুধবার সকালে কমলাপুর রেলস্টেশনে বৃদ্ধ হায়দার আলী এবং বনানী থেকে আসা ট্রেনের কাটা পড়া রিয়াজুল ইসলামের মরদেহ পাওয়া যায়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

হাতিরঝিল থানার এসআই এনামুল হক জানান, আউয়াল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং ঘুমের মধ্যেই মারা যান।

তবে তারা গভীরভাবে তদন্ত করছে। আউয়াল নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন এবং ‘রাজপথের বাদশা’ ও ‘নিয়ার এনিমি’-এর মতো সিনেমা পরিচালনা করেন।

কমলাপুর রেলস্টেশনের এসআই ফারুক হোসেন জানান, হায়দার তার গ্রাম পাবনা থেকে মুন্সীগঞ্জে কাজের জন্য যাত্রা করলেও পথে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পরও তাকে বাঁচানো যায়নি।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এএসআই সানুমং মারমা জানান, রিয়াজুল একটি থাই কাঁচের দোকানে কাজ করতেন এবং তিনি যশোরের কেশবপুর উপজেলার দাস কাহনিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

S.A.M.U.R.A.I
S.A.M.U.R.A.I

"The world is a book, and those who do not travel read only a page."
- by Saint Augustine 🥷