ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক সভায় বর্তমান বাজেট নিয়ে বলেন, এবছরের বাজেট প্রতিশ্রুতি দেখতে বড় হলেও এর তেমন সারবত্তা নেই।
তিনি বলেন এবারের বাজেট অন্যায়ভাবে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষে কাজ করছে। এসডিজি বাস্তবায়নের জন্য নাগরিক প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৪-২৫’ এবং সুবিধাবঞ্চিত মানুষের অর্জন’ অনুষ্ঠানে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ এবং অন্যান্যরা।
ড. ইফতেখারুজ্জামান বাজেটের ত্রুটির কথা উল্লেখ করে এবারের বাজেটকে জবাবদিহিতাহীন, দুর্নীতিবাজ ও অনৈতিক বলে উল্লেখ করেন। একই সাথে তিনি বর্তমান ব্যবস্থার সমালোচনা করে বলেন, বর্তমান সিস্টেমে সৎ উপার্জনকারীরা দুর্নীতির মাধ্যমে উপার্জনকারীদের চেয়ে বেশি কর প্রদান করে থাকে। তাছাড়া, দুর্নীতিবাজ ব্যক্তিদের রাজস্ব বিভাগ দ্বারা পুরস্কৃত করা হচ্ছে এবং ক্লিন সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই কাজটি করার মাধ্যমে সরকার তরুণদের কাছে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে, যা একই সাথে নৈতিক মূল্যবোধকেও ক্ষুণ্ন করে।
এছাড়াও সভায় সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বাজেটে কর অব্যাহতি নিয়ে আলোচনা করেছেন। তিনি পরোক্ষ ডিসকাউন্ট হ্রাস এবং গার্মেন্টস, জ্বালানী এবং ক্ষুদ্রঋণের মতো প্রত্যক্ষ করের ক্ষেত্রে ত্রাণের অনুপস্থিতি আছে বলে উল্লেখ করেন।
তৌফিকুল ইসলাম খান কালোটাকার ক্ষেত্রে করের হার কমিয়ে দিয়ে বৈধ করার অনুমতি দেওয়ার বিধানেরও সমালোচনা করেন, তিনি বলেন এই বৈষম্যনীতি জবাবদিহিতাকে দুর্বল করে তুলবে এবং অবৈধ আর্থিক কার্যকলাপকে আরো উৎসাহিত করবে।
.