চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় এক গ্রাহকের লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণ উধাও হয়ে গিয়েছে । এতে ব্যাংক কর্মকর্তারা জড়িত আছেন বলে ধারণা করছে গ্রাহক ।
জানা যায় গ্রাহক রোকেয়া আক্তার বারী ১৭ বছর ধরে লকারটি ব্যবহার করছেন। ২৯ মে দুপুর ১.৩০ মিনিটে তিনি তার লোকার থেকে কিছু সোনা আনতে ব্যাংকে যান কিন্তু সেখানে গিয়ে দেখেন তার লকার খোলা।
রোকেয়া জানান তার লোকারে ১৪৯ ভরি গয়না ছিল, কিন্তু ব্যাংকে যাওয়ার পর দেখতে পান সেখানে মাত্র ১০ থেকে ১১ ভরি গয়না অবশিষ্ট আছে। তার হারিয়ে যাওয়া স্বর্ণের বাজার মূল্য আনুমানিক প্রায় দেড় কোটি টাকা।
এ বেপারে ব্যাংকে জিজ্ঞেস করা হলে ব্যাংক কর্তৃপক্ষ জানান যে তারা তদন্ত করে এক সপ্তাহের মধ্যে এ ঘটনার সমাধান করবে। তবে এ ঘটনায় রোকেয়া থানায় অভিযোগ করার চেষ্টা করলে তা গ্রহণ করেনি পুলিশ, তবে আপাতত মৌখিক অভিযোগ গৃহীত হয়েছে ।
এ বিষয়ে মতামত জানতে ব্যাংক শাখা ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল বা বার্তার জবাব দেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনাটি চুরি নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। খুবই দ্রুত এর সমাধান হবে বলে আমরা আশাবাদী।
ভুক্তভোগী রোকেয়ার ছেলে জানান, তারা ২০০৭ সাল থেকে ইসলামী ব্যাংকের লকারটি ব্যবহার করে আসছেন। ঐদিন তারা ব্যাংকে গিয়ে লকারটি খোলা দেখতে পান এবং ব্যাংককে এ বিষয়ে অবহিত করেন।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকে এক বেপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। সাধারণত ব্যাংক এর কাছে লোকার এর মাস্টার কী(চাবি) নেই; শুধুমাত্র গ্রাহকের কাছে এ চাবি থাকে। তাই পুরো বিষয়টি গভীর ভাবে খতিয়ে দেখা হচ্ছে।
লকার রুমে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনো তদন্ত চলছে । এ বেপারে পুলিশ প্রাথমিক পর্যায়ে আলামত সংগ্রহ করেছে এবং ফৌজদারি মামলা দায়েরের পরামর্শ দিয়েছে ।