এবছর ৫০০০ মেট্রিক টন আম উৎপাদন করতে চায় কৃষি বিভাগ

Share This Post:

সাতক্ষীরার আমের বাজারে সবাই এখন আম কেনাবেচায় ব্যস্ত সময় পার করছে। এই স্থানটি ভৌগোলিক ভাবে অনেক গুরুত্বপূর্ণ কারণ দেশের আমের যাত্রা এখন থেকেই শুরু হয়।

এ বছর সাতক্ষীরায় ৫০ হাজার মেট্রিক টন আম উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছিল কৃষি বিভাগ। এছাড়াও কৃষি বিভাগ ৩০০ মেট্রিক টন আম রপ্তানি করতে চায়।

তবে পাকা আম বাজারে আনতে কৃষি বিভাগ ও ব্যবসায়ীরা কিছুটা হিমশিম খাচ্ছেন। 

এদিকে সাতক্ষীরায় প্রথম দিনে আম বিক্রি হয়েছে মণ প্রতি ৩ হাজার ২০০ টাকা। তবে এখন আমের দাম কমেছে মণপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা।

রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, প্রথম দিন থেকে আমের দাম কমলেও গত বছরের তুলনায় তা এখনো বেশি।

এলাকার কৃষিকাজ নিয়ে কাজ করা মনিরুল ইসলাম বলেন, আমের দাম এখনো ভালোই যাচ্ছে। 

এছাড়াও আম চাষিরা যাতে দামের কারণে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকেও নজর রাখছে সরকার।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন তারিখে বিভিন্ন ধরনের আম বাজারে তোলা হচ্ছে । কিছু আম ৯ ই মে, কিছু মে ১১ তারিখে কাটা হয়েছিল এবং অন্যগুলি আমগুলো মে এবং জুনে পরে কাটা হবে।

@k@hUnter
@k@hUnter

"Reading is to the mind what exercise is to the body."
- by Joseph Addison 🧑‍🎓