বিশ্বব্যাপি আইফোন এর বিক্রি কমে গেলেও চিন্তিত নয় অ্যাপল

Share This Post:

বিশ্বব্যাপী  কমে গেছে আইফোন বিক্রি,। যুক্তরাষ্ট্রে আইফোন তৈরিকারী প্রতিষ্ঠান অ্যাপল বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে অনেক দেশে আইফোনের চাহিদা ১০ শতাংশ কমে গেছে। কিন্তু ইউরোপে আইফোনের বিক্রি তেমন কমেনি।

একই সাথে  কমেছে অ্যাপলের সামগ্রিক মুনাফাও।সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা যায় অ্যাপল এর মোট আয় প্রায়  ৪ শতাংশ কমেছে।এ বছর অ্যাপল এর মোট আয় ৯০  বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় খুবই কম ।

এর আগে  কোভিড -১৯ মহামারী চলাকালীন সময়  অ্যাপল এর আয় এই পরিমান কমে গিয়েছিলো।এবারও সংস্থাটি আবার চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে । মহামারীর পর গত বছর তারা ভালো মুনাফা করেছিল, কিন্তু এ বছর তা আবার কমেছে। 

তবে অ্যাপল বলছে যে তারা আশাবাদী, তাদের আয় ভবিষ্যতে বাড়বে, কারণ তারা বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ করছে।

গত কয়েক মাস ধরে, চীনা বাজারে আইফোন বিক্রি কমে যাওয়ার খবর পাওয়া গেছে এবং অন্যান্য বাজারেও এই প্রবণতা অব্যাহত রয়েছে। তবে অ্যাপল বলছে যে এই বিক্রি কমে যাওয়া আইফোনের দামকে প্রভাবিত করবে না।

অন্যদিকে, বিশ্বব্যাপী মোবাইল বাজারে চলছে  ভিন্ন গল্প । চলতি বছরের প্রথম তিন মাসে বাজারে মোবাইল ফোনের সরবরাহের পরিমান বেড়েছে  ১০ শতাংশ।

SMASHCON
SMASHCON

"Either write something worth reading or do something worth writing."
- by Benjamin Franklin.😎