নতুন নিয়োগ: ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি হলেন সাংবাদিক শফিকুল আলম

Share This Post:

নিয়োগ বিজ্ঞপ্তি

এএফপির বাংলাদেশ ব্যুরোপ্রধান শফিকুল আলমকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার রাতে এই নিয়োগের ঘোষণা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদে চুক্তি ও মেয়াদকাল

শফিকুল আলমকে সরকারের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত সুবিধাসহ তার মূল বেতন হবে ৭৮,০০০ টাকা (নির্ধারিত)। যতদিন ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা থাকবেন ততদিন পর্যন্ত প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন শফিকুল আলম অথবা প্রধান উপদেষ্টার সন্তুষ্টি সাপেক্ষে মেয়াদকাল হবে।

পেশাগত পটভূমি

শফিকুল আলম বিশ বছর ধরে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-তে সাংবাদিকতা করে আসছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গ

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর গত ৮ আগস্ট বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরিবর্তনের দাবিতে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের পর এই পদত্যাগ করা হয়, যার ফলে এই নতুন সরকার গঠন করা হয়।

Read More: মার্কিন যুক্তরাষ্ট্র চলমান আন্দোলনের ভুল প্রতিক্রিয়া দেখাচ্ছে

Read More: আবু সাঈদের মর্মান্তিক মৃত্যু কোটা সংস্কার প্রতিবাদ করতে গিয়ে

S.A.M.U.R.A.I
S.A.M.U.R.A.I

"The world is a book, and those who do not travel read only a page."
- by Saint Augustine 🥷