ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ

Share This Post:

উচ্ছেদ অভিযান শুরু

ঢাকার মোহাম্মদপুরে খাল ও রাস্তার জায়গা অবৈধভাবে দখলকারী সাদিক এগ্রোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান শুরু হয়।

কাঠামো এবং গবাদি পশু অপসারণ

অভিযানে সাদিক এগ্রোর বেশ কিছু গবাদিপশু উচ্ছেদ করা হয়। এছাড়া খাল ও রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে থাকা অস্থায়ী স্থাপনাগুলোও উচ্ছেদ করা হয়েছে।

পুলিশ সহায়তার জন্য অনুরোধ

অভিযানের আগে বুধবার (২৬ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দেয় ডিএনসিসির সম্পত্তি বিভাগ। প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত ওই চিঠিতে অভিযানের জন্য প্রয়োজনীয় পুলিশ বাহিনী মোতায়েনের অনুরোধ করা হয়।

চিঠির বিষয়বস্তু

চিঠিতে বলা হয়েছে, খাল ও সড়কের পাশাপাশি মোহাম্মদপুর বাঁধের কাছে সাদিক এগ্রো লিমিটেডের অবৈধ নির্মাণ অপসারণ করা হবে। বৃহস্পতিবার সকালে উচ্ছেদ অভিযানের কথা ছিল।

পুলিশ মোতায়েন

অভিযানের সফলতা নিশ্চিত করতে তিন প্লাটুন পুরুষ পুলিশ অফিসার এবং এক প্লাটুন মহিলা পুলিশ অফিসার প্রয়োজন।

সরকারী বিবৃতি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর একজন কর্মকর্তা ব্যাখ্যা করেছেন, “আমাদের কাছে তথ্য রয়েছে যে সাদিক অ্যাগ্রো রামচন্দ্রপুর খাল ভরাট করে খামার তৈরি করেছে। রাস্তার পাশে বেড়া দিয়ে অবৈধ গরুর স্টল বসানো হয়েছে। তাদের আগে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু খামারটি খামার তৈরি করেছে। কর্তৃপক্ষ এসব সমস্যার সমাধান করেনি, তাই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।”

S.A.M.U.R.A.I
S.A.M.U.R.A.I

"The world is a book, and those who do not travel read only a page."
- by Saint Augustine 🥷