ব্যাটারী চালিত অটো রিকশা বন্ধের ঘোষণা দিলেন ওবায়দুল কাদের 

Share This Post:

নগরীতে ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ করার কারণে ঢাকার রিকশাচালকরা রাস্তায় নেমে এর ক্ষোভ প্রকাশ করছেন। রিকশাচালকের মিরপুর ১০ নম্বর রোডের কাছে লাঠিসোঁটা নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাদের বিক্ষোভ শুরু হয়। তারা মিরপুর-১০ মোড়ে জড়ো হয়, যার ফলে যে কেউ মিরপুর ১০, ১১ এবং ১২ নম্বর রোড যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুন্সি সাব্বির আহমেদ। তিনি বলেন, রিকশাচালকরা মিরপুর-১০ এর  মোড়ে জড়ো হয়ে অটোরিকশার নিষেধাজ্ঞার প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সৃষ্টি করেন।

গত ১৫ মে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে এক বৈঠকের পর এ সব শুরু হয়। বৈঠকে তারা ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিকশা একটি সাধারণ দৃশ্য। যদিও এই ব্যাটারি চালিত রিকশা বিপদজনক হওয়ার কারণে অনেক বারই এই রিকশা বন্ধের দাবি করে আসলেও তা এখনো কার্যকর হয়ে উঠেনি। সেজন্য এবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই সামনে এসে এই অটো রিকশা বন্ধের নির্দেশ দিলেন।

SMASHCON
SMASHCON

"Either write something worth reading or do something worth writing."
- by Benjamin Franklin.😎