হিট-এলার্ট বন্ধের পর আজ প্রথম স্কুল খুললো

Share This Post:

শিক্ষা মন্ত্রণালয় শনিবার সন্ধ্যায় একটি ঘোষণা দিয়েছে যে সমস্ত মাধ্যমিক স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান (মাদ্রাসা) এবং কারিগরি প্রতিষ্ঠান গুলি রবিবার থেকে আবার ক্লাস শুরু করবে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। পাঠদান শুরু হবে ২৫ এপ্রিলের দেয়া প্রজ্ঞাপন অনুসারে।

প্রজ্ঞাপনের শর্তগুলির মধ্যে একটি হল আবহাওয়ার পরিস্থিতি সহনীয় মাত্রায় না আসা অবদি অ্যাসেম্বলি চালু হবে নাহ।

এছাড়াও, শ্রেণী কক্ষের বাহিরে যে সকল কার্যক্রম করা প্রয়োজন এবং যার জন্য সূর্যের আলোর সংস্পর্শে যাওয়ার দরকার হবে তা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

এছাড়া পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শনিবার ও ক্লাস যথারীতি চলবে। 

SMASHCON
SMASHCON

"Either write something worth reading or do something worth writing."
- by Benjamin Franklin.😎